২য় বর্ষ (২০১৬-২০১৭)-এর সকল শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। ভাল-খারাপ মিলিয়েই অনুষ্ঠান হবে, এটাই স্বাভাবিক। তবে ২টা অংশ ছাড়া বাকি সব সেগমেন্ট-ই আমার ভাল লেগেছে। প্রান্ত, আদীবা, আর সামিয়ার গাওয়া “তোমার জন্য”, স্বপ্নীল সাহা আর অনিন্দিতার “মনে পড়ে”, নাজমুল হাসানের ভিন্নধর্মী কোরিওগ্রাফি, মাহির এন্ড কোং এর পারফর্মেন্স খুবই ভাল লেগেছে।
সবচেয়ে অবাক করা বিষয় সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম। ধন্যবাদ সবাইকে।
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০১৭
