ডুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটিক্স প্রতিযোগিতা ডুয়েট টেকফেস্টে ইইই, ঢাবির ৩টি টিম পুরস্কৃত হয়েছে।
টেকনলজি আইডিয়া কম্পিটিশনে ইইইর তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল সায়ন সাহা এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাদমান সিরাজ চ্যাম্পিয়ন হয়েছে। তারা তাদের উদ্ভাবিত মেশিন লারনিং এল্গরিদম সমৃদ্ধ ফরমালিন সনাক্তকরন যন্ত্রের আইডিয়া দিয়ে ৫০০০ টাকা জিতে নেয়।
প্রোজেক্ট শোকেসিং এ ইইইর চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য দাস অন্তর তার স্মার্ট কম্প্যানিয়ন বট “বঙ্গবীর” কে দেখিয়ে তৃতীয় পুরস্কার ৩০০০ টাকা পেয়েছে।
স্পীড ব্যাটল নামক রোবো রেসে ইইইর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান ফুয়াদ আবির এবং তার টিম চ্যাম্পিয়ন হয়ে ১৫০০০ টাকা জিতে নেয়। তাদের রোবট ১০০ টি রোবটের মধ্যে সবচেয়ে কম সময়ে ট্র্যাক কমপ্লিট করতে সক্ষম হয়।
এছাড়াও ঢাবির রোবটিক্স ও মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের একটি টিম স্পীড ব্যাটলে তৃতীয় পুরস্কারপ্রাপ্ত হয়েছে।
Leave a Reply