বেইজিং, চায়না তে অনুষ্ঠিত ১ম এপ্সকো স্টুডেন্ট স্মল স্যটেলাইট প্রোজেক্ট এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৫ জনের একটি দল। ১৪ই আগস্ট হতে ২রা সেপ্টেম্বর চায়না তে বেইহাং বিশ্ববিদ্যালয়ে ইইই, ঢাবির এই দলটি স্মল স্যটেলাইটের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেছেন এবং হাতে কলমে একটি স্যটেলাইট তৈরির কার্যপ্রণালী আত্মস্থ করেছেন। তারা পেরু, পাকিস্তান, তুর্কী, থাইল্যান্ড, চায়না, মঙ্গোলিয়া এবং ইরানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং অন্যান্য দেশের সাথে “এক্সসিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড” পেয়েছেন।
এপ্সকো এবং বেইহাং বিশ্ববিদ্যালয় ইইই, ঢাবিতে একটি স্যটেলাইট গ্রাউন্ড স্টেশন করতে সাহায্য করার আশ্বাস দিয়েছে। এছাড়াও খুব শীঘ্রই ঢাবিতে একটি কনকারেন্ট ডিজাইন ফ্যাসিলিটি করবার ইচ্ছা আছে দলটির। পুনশ্চ দলটি দেশের দ্বিতীয় ন্যানোস্যটেলাইট “স্বাধীনতা”র ওপর গবেষণা করছেন।
দলটিতে রয়েছেনঃ
- অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ
- স্বপ্নীল সায়ন সাহা (তৃতীয় বর্ষ)
- কাজী রুশনান ইসলাম (তৃতীয় বর্ষ)
- শেখ ফারিহা হোসাইন (তৃতীয় বর্ষ)
- মোহম্মদ সাদমান সিরাজ (দ্বিতীয় বর্ষ)
Leave a Reply